দেশজুড়ে

সাহাপাড়া ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা বিতরণের জন্য দুই একর জমিতে বীজ বপণ করেছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন তুলসীঘাট গ্রামে দুই একর জমিতে ব্রি ধান-২৮ জাতের ১২ মন ধানের এই বীজতলা তৈরি করেন।

সাহাপাড়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল হক প্রধান বলেন, বীজতলা তৈরি করে ধানের চারা বিতরণের এই উদ্যোগ সত্যিই ব্যতিক্রম এবং খুব প্রশংসনীয়। ২০ দিনের মধ্যে এই বীজতলার চারা উত্তোলন করে রোপণের জন্য উপযুক্ত হবে। যে পরিমাণ বীজতলা তৈরি করা হয়েছে তা দিয়ে প্রায় ৪০০ বিঘা জমিতে ধানের চারা লাগানো সম্ভব হবে। ফলে ৪০০ জন মানুষ উপকৃত হবে।

সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু বলেন, বন্যায় জেলার সাত উপজেলায় বীজতলাসহ ধানের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ধানের চারার সংকট দেখা দেবে। ক্ষতিগ্রস্ত এ সব কৃষকদের পাশ দাঁড়াতে বীজতলা তৈরি করে ধানের চারা বিতরণের এই উদ্যোগ নেয়া হয়েছে।

বীজতলা তৈরির সময় উপস্থিত ছিলেন সাহাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য এ এইচ এম শামীম জুয়েল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল হক প্রধান, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোত্তালেব সরকার ও কৃষক পরিমল চন্দ্র বর্মণ প্রমুখ।

রওশন আলম পাপুল/এআরএস/এমএস