দেশজুড়ে

রাজবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ীর ঐতিহাসিক শহীদ খুশী রেলওয়ে ময়দানে রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের  প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী। সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন বলেছেন, বিএনপি হচ্ছে পাকিস্তানও আইএসআই’র সৃষ্ঠ একটি রাজনৈতিক দল। তারা জাতীয় নির্বাচনের আগে বলেছিল, আওয়ামী লীগকে ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে। আযানের ধ্বনি আর শোনা যাবে না। উলু ধ্বনি শোনা যাবে। কিন্তু তাদের সেই অপপ্রচার মিথ্যা প্রমানিত হয়েছে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী ইরাদত আলী। সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম নওয়াব আলী।রুবেলুর রহমান/এসএস/আরআইপি