ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৯টায় মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে যানজট শুরু হয়। যানজট এক পর্যায় মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্ণী পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
এ সময় টাঙ্গাইলের দিকে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছেন মির্জাপুরের ট্রাফিক পুলিশের এএসআই শাহাবুল ইসলাম। তিন ঘণ্টা পর বেলা ১২টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে মহাসড়কের কালিয়াকৈর ওভার ব্রিজ এলাকায় রড ভর্তি একটি ট্রাক বিকল হলে যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায় মহাসড়কের মির্জাপুরের পাকুল্যা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
এছাড়া উত্তরাঞ্চল থেকে গরু ভর্তি শত শত ট্রাক আসায় সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। শুক্রবার রাত ১১টার দিকে মহাসড়কের কালিয়াকৈর ওভার ব্রিজে রড ভর্তি একটি ট্রাক বিকল হয়। পরে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল করলেও কিছু সময় পর যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট এক পর্যায় মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ৬০ কিলোমিটার এলাকায় বিস্তৃত ঘটে। রাত ২টার দিকে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে ধীর গতিতে যান চলাচল শুরু হয়। শনিবার সকাল ৯টা পর্যন্ত গাড়ির চাকা ধীর গতিতে ঘুরলেও ৯টার পর চন্দ্রা এলাকায় পুনরায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
মির্জাপুরের ট্রাফিক ইন্সপেক্টর মো. সেলিম হোসেন জানান, দুপুর ১২টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, যানজট নিরসনে মির্জাপুর থানা পুলিশ এবং ট্রাফিক ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
এস এম এরশাদ/আরএআর/জেআইএম