দেশজুড়ে

কলমাকান্দায় বাসচাপায় নিহত ২

নেত্রকোনা-কলমাকান্দা সড়কের হিরাকান্দা এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক কলমাকান্দার পোগলা ইউনিয়নের পাবই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩০) এবং একই উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর মহাদেও গ্রামের আবু চান ফকিরের ছেলে সাইফুল ইসলাম (৩৮)।

গুরুতর আহত মোটরসাইকেলের অপর এক যাত্রী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মহিশখলা গ্রামের মুসলিম উদ্দিনকে (৫৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বিকেল সোয়া ৩টার দিকে নেত্রকোনা থেকে কলামাকান্দার উদ্দেশ্যে যাওয়ার পথে হিরাকান্দা সেতু পার হয়ে রাজু মিয়ার মুদির দোকানের সামনে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ ব- ৩২২ বাসটি দুর্ঘটনাস্থলে রেখেই চালক পালিয়েছে। গত তিনদিনে নেত্রকোনায় ভাড়ায় চালিত মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছে।

কামাল হোসাইন/আরএআর/জেআইএম