ফসল উৎপাদনে কৃষকদের দুশ্চিন্তার কোনো অবকাশ নেই উল্লেখ দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানসহ সকল ফসলি জমি উৎপাদনে সরকার বিনামূল্যে কীটনাশক, সারসহ সকল কৃষি উপকরণ সরবরাহ করবে।
বন্যাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে খাদ্য উৎপাদনে কৃষকদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থের কোনো অভাব হবে না। শুধু উদ্যোগকে কাজে লাগাতে হবে। পরিশ্রম করলেই আমরা আবার সেই তিমিরে ফিরে যাবো।
রোববার দিনাজপুর সদর উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমন ধানের চারা ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক চাষিকে ১ বিঘা জমির জন্য ৮০ জন চাষির মাঝে বিআর-২৩ জাতের আমন ধানের চারা ও ১০০ জন চাষির মাঝে ৫ কেজি করে ব্রিধান-৩৪ বীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মো. গোলাম ফারুক, জেলা পুলিশ সুপার হামিদুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, কৃষি সম্প্রসারণ অধিদফতর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. জুলফিকার হায়দর, উপ-পরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার মো. আকলিমুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা প্রমুখ।
এর আগে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বাঁধ, রাস্তা, ব্রিজ ও কালভার্ট পরিদর্শন করেন এবং বন্যার্তদের খোঁজ খবর নেন।
পরে ১নং চেহেলগাজী ইউনিয়নে বেস্ট ইলেকট্রনিক্সের উদ্যোগে কর্নাইসহ বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও ৩নং ফাজিলপুর ইউনিয়নে ঝানজিরাসহ বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে দিনাজপুর সিভিল সার্জনের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. হামিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন মওলা বক্স, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, ৯নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, আওয়ামা লীগ নেতা আকতারুজ্জামান প্রমুখ।
এমদাদুল হক মিলন/এএম/পিআর