দেশজুড়ে

সাতক্ষীরায় টেইলার্সে অগ্নিকাণ্ডে ৪০ লক্ষ টাকার ক্ষতি

সাতক্ষীরা শহরের লন্ডন প্লাজার একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। শনিবার গভীর রাতে লন্ডন প্লাজার সাতক্ষীরা গার্মেন্টস অ্যান্ড টেইলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাতক্ষীরা গার্মেন্টস অ্যান্ড টেইলার্সের মালিক শহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, রাতে দোকান বন্ধ করে চলে যাওয়ার পর হঠাৎ করেই তার দোকানে আগুন লাগে। সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ, আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।এমজেড/এমএস