লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক ব্যবসায়ী নাছির হোসেন ওরফে গাঁজা নাছিরকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম এ রায় দেন। এর আগে দুপুরে উপজেলার সোনাপুর এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছির সোনাপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, নাছির হোসেনের বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।কাজল কায়েস/এসএস/আরআইপি