দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৫

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সোমবার দিনভর সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা সবাই নিয়মিত বিভিন্ন মামলার এজহারভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের আগের দিন পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/বিএ