বগুড়ার কাহালুতে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ বাদী হয়ে এ মামলা করেন।মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাদশা আকন্দ, পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন ফকির, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজীব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪ জনের নামে এ মামলা করা হয়েছে।কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুন্ডু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।খাদ্যগুদামে ধান সরবরাহ নিয়ে বিরোধকে কেন্দ্র শনিবার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজের ছেলে সুরুজের নেতৃত্বে যুবলীগ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাতে যুবলীগ নেতাকর্মীরা পৌর মেয়র ও আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন কবিরাজের বাসা এবং দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। উভয়পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হন।লিমন বাসার/এআরএ/আরআইপি