দেশজুড়ে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো ও ঈদ শেষে রাজধানীমুখী মানুষের দৌলতদিয়া-পাটুরিয়ার উভয় ঘাটে ঘণ্টার পর ঘণ্টা নদী পারের অপেক্ষায় থাকতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এবারের বর্ষা মৌসুমে পদ্মা নদীর পানি বৃদ্ধির পর থেকেই নদীতে স্রোতের কারণে নৌপথে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে দৌলতদিয়া প্রান্তে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা।

এদিকে ঈদ সামনে রেখে একটি চক্র দৌলতদিয়া ঘাট এলাকার সক্রিয় হয়ে ওঠে কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারিতে পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করছেন চালক ও যাত্রীরা।

আজ মঙ্গলবার থেকে দৌলতদিয়া প্রান্তে ঈদে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে। তবে ঈদের আগের দু্দিন ঘরমুখো মানুষের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

চালক ও যাত্রীরা জানান, এবার নদীতে পানি বৃদ্ধির পর থেকেই প্রবল স্রোত দেখা দিয়েছে। যার কারণে নদী পার হতে ফেরিগুলোর সময় অনেক বেশি লাগছে। দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের উভয় পাশে সৃষ্টি হচ্ছে যানজটের। তবে ফেরি কম থাকার কারণেও যানজটের সৃষ্টি। ফেরির সংখ্যা বাড়লে কিছুটা যানজট কমবে।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে যানবাহন ও যাত্রী দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৯টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সফিকুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৯টি ফেরি চলাচল করবে। যার মধ্যে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে এবং ৪টি ফেরি ঘাটের চারটি ঘাটই সচল রয়েছে। দৌলতদিয়ার ফেরি ও ফেরি ঘাটগুলো সচল থাকলে ঈদে যাত্রীদের কোনো ভোগান্তি হবে না।

রুবেলুর রহমান/আরএআর/এমএস