পরকীয়া প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সমরাজকে হত্যার দায়ে কথিত প্রেমিক দেলোয়ার ওরফে দিলুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ দণ্ডাদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিববরণে জানা যায়, নেত্রকোনার কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সমরাজের স্ত্রী জাহানারার সঙ্গে একই গ্রামের দেলোয়ার ওরফে দিলু পরাকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।
বিষয়টি জানতে পেরে সমরাজ দিলুকে পরকীয়া প্রেমে বাধা দিলে দিলু ক্ষিপ্ত হয়ে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর সকালে সমরাজকে ধারাল দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় সমরাজের মা জুলেখা খাতুন বাদী হয়ে দিলুসহ ৫ জনকে আসামি করে ৩০ সেপ্টেম্বর কেন্দুয়া থানায় হত্যা মামলা করেন।
পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০০৪ সালের ১৯ মার্চ আসামি দেলোয়ারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে প্রেমিক দিলুকে মৃত্যুদণ্ড দেয়।
কামাল হোসাইন/এএম/এমএস