দেশজুড়ে

বিদ্যুতের অভাবে চালু হচ্ছে না লোহাগড়া ফায়ার স্টেশন

নড়াইলের লোহাগড়া উপজেলার নবনির্মিত ফায়ার স্টেশনটি বিদ্যুৎ সংযোগের অভাবে চালু করা যাচ্ছে না। ফলে এ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষেরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।নড়াইল গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে লোহাগড়ার ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখানে বিদ্যুৎ সংযোগের জন্য­ পল্লিবিদ্যুৎ খাতে প্রাক্কলিত ব্যয়ের টাকা জমা দিলে সংযোগ দেয়া হবে বলে পল্লিবিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়। সে মোতাবেক গত ৪ মে বিদ্যুৎ সংযোগের জন্য ১ লাখ ৪৪ হাজার ২শত ৭৪ টাকা জমা দেওয়া হয়েছে। অথচ টাকা জমা দেওয়ার এক মাস অতিবাহিত হলেও নড়াইল­ পল্লিবিদ্যুৎ সমিতি থেকে আজও ফায়ার সার্ভিস স্টেশনের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। ফলে বিদ্যুতের অভাবে এ স্টেশনটি চালু করতে পারছে না কর্তৃপক্ষ। নড়াইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম জালাল উদ্দিন জাগো নিউজকে জানান, আগামী ১৫ জুন এ স্টেশনের উদ্বোধন করা হবে বলে সংশ্লিষ্ট বিভাগে জানিয়েছি।নড়াইল থেকে লোহাগড়া উপজেলার দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। লোহাগড়ায় আগুন লাগলে নড়াইল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে পৌঁছানোর আগেই আগুনে পুড়ে শেষ হয়ে যায় সবকিছু। এ কারণে এলাকাবাসীর সুবিধার্থে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হলেও বিদ্যুৎ সংযোগের অভাবে এখানকার মানুষেরা কোন উপকারই পাচ্ছেন না। এ ব্যাপারে নড়াইল পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান জাগো নিউজকে জানান, আমি গত মাসের ২৭ তারিখে যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। তাছাড়া এ বিষয়টি মনিরামপুরে আমাদের পল্লিবিদ্যুৎ বিভাগের এখতিয়ারে রয়েছে।মনিরামপুর ­পল্লিবিদ্যুৎ বিভাগের ডিজিএম (টেকনিক্যাল) গোবিন্দ আগরওয়ালা জাগো নিউজকে জানান, লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের  বিদ্যুৎ সংযোগ দ্রুত দেয়ার জন্য লোহাগড়া বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত ব্যবস্থা হয়ে যাবে। এসএস/এমএস