দেশজুড়ে

বগুড়ায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বগুড়ার সোনাতলা উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রান্তি আকতার (১২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত প্রান্তি উপজেলার দিগদাইড় ইউনিয়নের সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন বটতলা এলাকার সুকু মিয়ার মেয়ে। সে জাহানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। জানা যায়, সকালে ওই স্কুল ছাত্রী মায়ের সঙ্গে কোয়ালীপাড়া গ্রামে নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কলেজ স্টেশনে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি মধ্য দিঘলকান্দি গ্রামের মাদরাসা রোডে পৌঁছিলে তার ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের সদস্য আসাদুজ্জামান উজ্জ্বল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লিমন বাসার/এআরএ/পিআর