দেশজুড়ে

বানভাসি মানুষের মুখে হাসি ফোটাল ভালোবাসি জামালপুর

জামালপুরের ইসলামপুরে যমুনাপাড়ের বন্যাদুর্গত দুইশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভালোবাসি জামালপুর।

বৃহস্পতিবার ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মুরাদাবাদ গ্রামে বন্যার পানিতে বিলীন হয়ে যাওয়া পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ত্রাণ দিয়েছে সংগঠনটি।

‘ত্রাণের অপেক্ষায় জামালপুরের বানভাসি মানুষ, আসুন পাশে দাঁড়াই’ ইভেন্টের মাধ্যমে তারা ত্রাণসামগ্রী এবং নগদ অর্থ সংগ্রহ করেন। ত্রাণ হিসেবে তারা দিয়েছেন চাল, ডাল, তেল, লবণ, সেমাই, দুধ এবং চিনি।

ভালোবাসি জামালপুরের অনুষ্ঠান সমন্বয়ক ফজলে রাব্বী সৌরভ বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মতো এবার ভয়াবহ বন্যার শিকার হয়েছিল জামালপুর জেলা। পত্রিকার পাতায় যখন দেখলাম জেলার প্রায় ১১ লাখ মানুষ পানিবন্দি ঠিক তখনই আমাদের টিম অনুভব করে তাদের পাশে দাঁড়ানোর। শুরু হয়ে যায় আমাদের ত্রাণ সংগ্রহ।

সংগঠনটির অন্যতম সংগঠক নাফিসা রওজা বলেন, বন্যাদুর্গত এই মানুষের মাঝে ত্রাণ বিতরণ আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা চেষ্টা করেছি ঈদকে সামনে রেখে এইসব মানুষের মুখে হাসি ফোটাতে।

শুভ্র মেহেদী/এফএ/আরআইপি