দেশজুড়ে

গোয়ালন্দে গ্রাম পুলিশকে গুলি করে হত্যার চেষ্টা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে আক্কাস আলী (৫০) নামে এক গ্রাম পুলিশকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউলজানি এলাকায় এ ঘটনা ঘটে। আক্কাস আলী একই উপজেলার কাউলজানি গ্রামের মকবুল মোল্লার ছেলে। এলাকাবাসী জানায়, দুপুরে আক্কাস আলী বাড়ি থেকে দেবগ্রাম বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাসির বলেন, রোববারের খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহত আক্কাসের হাতে ও পেটের পাশে গুলির চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।রুবেলুর রহমান/এআরএ/পিআর