দেশজুড়ে

৭০ মসজিদের ১৪০ ইমাম-মুয়াজ্জিন পেলেন ঈদ বোনাস

 

যৌতুকবিহীন বিয়ে, দরিদ্র শিশুদের খতনার পর এবার ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ আনন্দে শরিক হতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা।

বৃহস্পতিবার পৌরসভার পক্ষ থেকে ইমাম ও মুয়াজ্জিনদের ঈদুল আজহা উপলক্ষে সম্মানি ভাতা দেয়া হয়। এবারই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করলেন পৌরসভার মেয়র জি কে গউছ।

পৌর এলাকার ৭০টি মসজিদের ১৪০ ইমাম ও মুয়াজ্জিনকে এ ভাতা দেয়া হয়। ইমামদের প্রত্যেককে নগদ ২ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে দেয়া হয়।

বিচিত্র এসব আয়োজন করেই যেমন আলোচিত হচ্ছেন, তেমনি জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন মেয়র জি কে গউছ। ফল হিসেবে কারাগারে আটক থেকেও নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

দীর্ঘ একযুগ ধরে চলে আসা যৌতুকবিহীন বিয়ে, দরিদ্র শিশুদের খতনা, বইমেলা, কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনাসহ বিচিত্র আয়োজন যেন পৌরসভার ঐতিহ্যে পরিণত হয়েছে।

কিন্তু ২০১৪ ডিসেম্বর থেকে চলতি বছরের শুরু পর্যন্ত দুই বছর তিনি কারাগারে আটক থাকাকালে এসব ঐতিহ্যের কোনোটি ধরে রাখতে পারেনি পৌর কর্তৃপক্ষ।

এ বিষয়ে পৌরসভার মেয়র জি কে গউছ বলেন, পৌর এলাকার মানুষ আমাকে বার বার নির্বাচিত করেছে। আমার বিপদে পাশে দাঁড়িয়েছে। আমি এ ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আইআই