কিশোরগঞ্জের কটিয়াদীতে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শুক্রবার ভোর রাতে উপজেলার আচমিতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
কটিয়াদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, রাত ৩টার দিকে কয়েকজন ডাকাত আচমিতা গ্রামের একটি বাড়িতে ডাকাতি করতে যায়। তারা একটি ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করলে বাড়ির লোকজন চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয় গ্রামবাসী।
ওসি আরও জানান, আশঙ্ককাজনক অবস্থায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে।
নূর মোহাম্মদ/আরএআর/এমএস