রাত পোহালেই মুসলমান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ ঈদে মহান আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সাবাই। প্রতিবারই কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের প্রবণতা দেখা দেয়।
তবে বরাবরের মতো চামড়া পাচাররোধে এবারও সীমান্তে বাড়তি সতর্ককতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণাবড়িয়ার বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলার সীমান্ত এলাকাগুলোতে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে ১২-বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল আহ্সান আজিজ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে আমাদের টহল তৎপরা বৃদ্ধি করা হয়েছে। পশুর চামড়া বোঝাই কোনো গাড়ি সীমান্তবর্তী এলাকায় প্রবেশ কিংবা অতিক্রম করতে দেয়া হবে না। আমাদের যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে সে মোতাবেক কাজ করছি।
আজিুজল সঞ্চয়/এএম/পিআর