দেশজুড়ে

সাকিব শুধু আমার একার নয় দেশের সন্তান : মাশরুর রেজা

বিশ্বসেরা অলরাউন্ডারের সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল বলেছেন, সাকিব এখন আমার একার সন্তান নয়, সে এখন দেশের সন্তান। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করে দেশের মুখ উজ্জ্বল করার আনন্দ শুধু আমাদের নয় বরং দেশবাসীর। তবে ঈদের আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে এ জয়।

শনিবার ঈদুল আজহার দিন জাগো নিউজরে এ প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাকিবের বাবা বলেন, ঈদের উপহার হিসেবে সাকিব বাংলাদেশকে এ জয় উৎসর্গ করেছে।

সাকিব আল হাসানের গর্বিত মা শিরিন আক্তার দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের প্রচেষ্টায় জয় লাভ করা সম্ভব হয়েছে। তাই মা হিসেবে পরবর্তী টেস্ট ম্যাচগুলো জয়লাভের আশা করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ও কোরবানি উপলক্ষে মাগুরায় আনন্দে ভাসছে সাকিবের পরিবার। ইতিমধ্যে কোরবানি উপলক্ষে ৪টি গরু ও ২টি খাসি কেনা হয়েছে।

বর্তমানে সাকিবের স্ত্রী শিশির ও মেয়ে আলায়না আমেরিকায় রয়েছে। আজ সাকিবের নিজ বাড়িতে আসার কথা রয়েছে।

আরাফাত হোসেন/আরএআর/এমএস