দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ঈদুল আজহার দিনেও বাড়ি ফেরার অপেক্ষা শেষ হয়নি। শনিবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে তিন শতাধিক যানবাহন পদ্মা পারের অপেক্ষায় রয়েছে।
জানা গেছে, নাব্যতা সঙ্কটের কারণে এ রুটে আপাতত রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে ১৫টি ফেরি চললেও পদ্মার তীব্র স্রোতের কারণে চালাতে হিমশিম খেতে হচ্ছে। ফলে শনিবার সকাল থেকেই যানবাহনগুলো নদী পারের অপেক্ষায় রয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে পদ্মার পানি আচমকা হ্রাস পেলে এ রুটে ফেরি চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয় বলে জানান ঘাট কর্তৃপক্ষ। তাই গতকাল রাত ৮টা থেকে ৪টি রো রো ফেরি বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় শনিবার সকাল থেকে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি বলেন, ঈদের দিন সকালে ঘাট এলাকায় পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, ঘাটে যাত্রীবাহী বাসের সংখ্যাই বেশি। ঢাকা থেকে আসা অনেক গাড়ি গন্তব্যে পৌঁছাতে না পেরে ফিরে গেছে। তবে বিকেল পর্যন্ত যানবাহনের সংখ্যা কমে গেছে। এখন প্রায় তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। রো রো ফেরি বন্ধ থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর