দেশজুড়ে

নাব্য সঙ্কটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত

পদ্মা নদীতে নাব্যতা সঙ্কট তীব্র আকার ধারণ করায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার থেকে চার দিন যাবৎ এই সমস্যায় পড়ে আজও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথের চলাচলকারী যাত্রীদের। পারাপারের অপেক্ষায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আটকে আছে পাঁচ শতাধিক ছোটবড় যানবাহন।

মাওয়ার বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ জানান, নাব্যতা সঙ্কটের কারণে লৌহজং টার্নিং পয়েন্টের ডুবোচরে ফেরি আটকে যায়। ফলে গত শুক্রবার থেকে চারটি রো রো ফেরি পুরোপুরি বন্ধ করে দেয়ার পর শনিবার রাত ৯টার পর থেকে রোববার ভোর ৪টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা বন্ধ রাখা হয় সাতটি টানা ফেরি। এই কারণে ঘাটে যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পায়।

তিনি জানান, বন্ধ থাকা রো রো ফেরিগুলো পাটুরিয়া ঘাটে পাঠিয়ে সেখান থেকে ছোট আকারের ফেরি আনার একটা সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি কার্যকর হলে যাত্রী ভোগান্তি কিছুটা কমবে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর