সাতক্ষীরায় ঈদের দিনে অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানার ১৫ জন, কলারোয়া থানার ৪ জন, তালা থানার একজন, কালিগঞ্জ থানার একজন, আশাশুনি থানার দুইজন, দেবহাটা থানার একজন ও পাটকেলঘাটা থানার একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে বলেও জানান উপ-পরিদর্শক মিজানুর রহমান।
আকরামুল ইসলাম/এএম/এমএস