দেশজুড়ে

নাটোরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত

নাটোরের লালপুরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ঘর ও একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার ভোরে উপজেলার ভেলাবাড়ীয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লালপুর ও দয়রামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ও নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আকতার হোসেন জানান, উপজেলার ভেলাবাড়ীয়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে মহাশীন আলীর বসতবাড়িতে ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন বাড়ি সংলগ্ন একটি মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালপুর ও দয়রামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মার্কেটের ১০টি দোকান ঘর ভস্মিভূত হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির ও দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান।

ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা- বসতবাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম