জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে।
সোমবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের ভাঙনকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে। রাজনীতি করতে হলে মানুষের জন্য কাজ করতে হবে। বর্তমান সরকার জনগণের জন্যই কাজ করে যাচ্ছে।
নদীভাঙন ও বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসন থেকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আয়মন আকবর।
এছাড়া উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সামসুদ্দিন খান, সহ-সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ, শিরচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তোতা প্রমুখ। এ সময় নদীভাঙনের শিকার ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ কে এম নাসিরুল হক/এএম/এমএস