বগুড়ার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ও সোমবার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী হাজি সজব আলী (৬৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাতারা গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়া শহরের ছিলিমপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে হাজি সজব আলী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বগুড়াগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে হাজী সজব আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয় উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রোববার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৪ জন। নিহত খাদেম আলীর বাড়ি রংপুরের পীরগঞ্জ এলাকায়।
লিমন বাসার/এএম/পিআর