দেশজুড়ে

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় রফিকুল বেপারী ( ২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালকিনির পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের মোসলেম বেপারীর ছেলে রফিকুল বেপারী রোববার বিকেলে বালীগ্রামের একটি সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।একেএম নাসিরুল হক/এসএস/আরআই