দেশজুড়ে

রোহিঙ্গা গণহত্যা বন্ধে শিবচরে প্রতিবাদ

মিয়ানমারে বর্বরোচিতভাবে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মাদারীপুরের শিবচর উপজেলায় মানববন্ধন করেছে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের দত্তপাড়া ইউনিয়নের সূর্য্যনগর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করে স্থানীয়রা। মানববন্ধনে দত্তপাড়ার সূর্য্যনগর ও ব্রানপাড়া এলাকার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়।

স্থানীয় যুবকদের আয়োজনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে এতে অংশগ্রহণ করে।

এ সময় মিয়ানমার ও নাফ নদীতে নিহত সকল রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মানববন্ধনে অংশ নেয়ার যুবকরা ১ মিনিট নিরবতা পালন করেন। সেই সঙ্গে তারা অবিলম্বে এই মুসলিম রোহিঙ্গা হত্যা বন্ধে সারাবিশ্বের কাছে মিয়ানমারকে চাপ প্রয়োগের দাবি জানান। পাশাপাশি জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিয়ে দ্রুত এ গণহত্যা বন্ধ করার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় যুবক মো. কায়েস ইসলাম, মো.হেমায়েত হোসেনসহ অনেকে। বক্তব্যে রোহিঙ্গাদের প্রতি মানবিক হতে বিশ্বের কাছে দাবি তুলেন বক্তারা।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস