দেশজুড়ে

আ.লীগকে কেউ ধ্বংস করতে পারবে না : সাজেদা চৌধুরী

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, নিজে শক্তিশালী না হয়ে, আওয়ামী লীগকে শক্তিশালী করুন। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না নিলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু জীবন দিয়ে বাংলাদেশ উপহার দিয়েছেন। কাজেই দলাদলি না করে, ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও বাংলাদেশকে শক্তিশালী করুন।

মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে পদ্মা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

শরীয়তপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুবা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক জাকসুর ভিপি একেএম এনামুল হক শামীম, নাভানা আক্তার এমপি, জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. বাহাদুর বেপারী, নুসা’র নির্বাহী পরিচালক মিজ মাজেদা শওকত আলী, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন হাওলাদার, নড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস ও নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বাদল হোসেন, কেদারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ সানাউল্লাহ ও ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সুমন প্রমুখ।

এ সময় নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ১ হাজার ৮০০ পরিবারকে ২০ কেজি করে চাল এবং ৫০০ জনকে ১ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়।

মো. ছগির হোসেন/এএম/আইআই