নরসিংদীর মাধবদীতে একটি যাত্রীবাহী বাসে কাভার্ডভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে কমপক্ষে ২০ জন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও নারায়ণগঞ্জের সীমন্তবর্তী এলাকা কান্দাইলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর হাটখোলার আলি আকবরের স্ত্রী হেনা বেগম (৩০), কান্দাপাড়ার আব্দুল্লাহ (৫০) ও তার ছেলে রফিকুল (২০), কান্দাইলের আনোয়ার হোসেনের মেয়ে সুমি বেগম (১৫) এবং চিত্তরঞ্জন বর্মন (৪৫)।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি বাস কান্দাইল বাসস্ট্যান্ডে যাত্রী নেয়ার জন্য অপেক্ষা করছিল। ওই সময় একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী বাসটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বসটি মহাসড়কের পাশে একটি খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিও খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। হাসপতালে নেয়ার পথে মারা যান একজন। আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। এদের মধ্যে তিনজনের বাড়ি কান্দাইলে।
নরসিংদীর জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেয়া হবে।
সঞ্জিত সাহা/আরএআর/আইআই