টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার জঙ্গি আস্তানা থেকে র্যাবের হাতে গ্রেফতার দুই জঙ্গিকে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার সকালে গ্রেফতার জঙ্গিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রূপম কুমার দাস।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. সৈকত শাহিন জানান, গত সোমবার রাতে টাঙ্গাইল র্যাব-১২ কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌর এলাকার মসিন্দার এক বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করে র্যাব।
তারা হলেন- ওই বাড়ির মালিক আবুল হাসান চিশতির দুই ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)। মঙ্গলবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র, একটি ড্রোন, স্পিন্টারসহ ২ জঙ্গিকে গ্রেফতার করে।
পরে র্যাব বাদী হয়ে কালিহাতি থানায় একটি মামলা করেছে। সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ তাদের ৭ দিন করে রিমান্ড আবেদন করলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রূপম কুমার দাস তাদের প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম