শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ ২৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বলাইয়ের চর ইউনিয়নের কুমড়ারচর আদর্শ গ্রামের একটি মারামারির ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ছামিদুল ইসলাম বাদী হয়ে ৫ সেপ্টেম্বর রাতে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে সদর উপজেলার বলাইচর ইউনিয়নের কুমরার চর আদর্শ গ্রামে স্থানীয় বিএনপির আয়োজনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে আ.লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ মারামারির ঘটনাটি ঘটে।
মামলার বাদীর অভিযোগ, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর নির্দেশে ওই অনুষ্ঠানের সভাপতি বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দুলাল মিয়াসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ওই গ্রামের জঙ্গলদি দশানি বাজার তিন রাস্তা মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মী এবং তাদের দোকানপাটে হামলা চালায়।
এ ব্যাপারে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, মারামারির ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
হাকিম বাবুল/এমএএস/জেআইএম