দেশজুড়ে

দুর্নীতির অভিযোগে প্রকৌশলী সেলিম আজাদ খান বদলি

ঘুষ-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের পাহাড় কাঁধে নিয়ে অবশেষে হবিগঞ্জে বদলি হয়ে গেলেন ঝিনাইদহের সওজয়ের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম আজাদ খান।

গতকাল মঙ্গলবার সড়ক ভবন ঢাকা তেজগাঁ সওজ’র প্রশাসন ও সংস্থাপন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যম জানতে পারা যায়, তাকে হবিগঞ্জের বদলি করা হয়েছে এবং ঝিনাইদহ আসছেন ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী এস এম মোয়াজেম হোসেন।

অফিসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, যে গত ৫ তারিখে কাউকে কিছু না বলে তার ড্রাইভারকে দিয়ে সমস্ত ব্যাগ গাড়িতে উঠিয়ে ড্রাইভারকে প্রেসক্লাবে যাওয়ার কথা বলে ঝিনাইদহ পায়রা চত্বরে পৌঁছে টার্মিনালে যেতে বলে তার পর জে আর পরিবহনে টিকিট কেটে ঢাকা চলে যায়। গতকাল অফিসে এসে সবাই জানতে পারে সেলিম আজাদ খান বদলি হয়ে গেছে।

উল্লেখ্য, সেলিম আজাদ খানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে ঠিকাদারদের ঘুষের বিনিময়ে কাজ পাইয়ে দেয়া, নিজের পাসওয়ার্ড দিয়ে টেন্ডার ড্রপ করা, নিম্নমানের কাজ করে ঠিকাদারের সঙ্গে কাজের লভ্যাংশ ভাগ করে নেয়া, কাজ না করে ঠিকাদারের নামে বিল উঠায়ে সমুদয় টাকা নিজ পকেটে রাখা, ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা, অফিসের কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার এবং গালমন্দ করার অভিযোগ উঠে।

গত আগস্ট মাসের ৯ তারিখে ঝিনাইদহে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে।

ঝিনাইদহের মানুষ এই গণশুনানিতে দাবি করেন, তার বদলি নয় আত্মসাতের তদন্ত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। কারণ এই দুর্নীতিবাজ অফিসার যেখানে যাক না কেন দুর্নীতি করে দেশের ক্ষতি করবে।

আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম