শেরপুরে বিডিআইটি জোনের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। সম্প্রতি আখের মহমুদ বাজারস্থ প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয়ে এ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।
বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চন্দ্রকোনা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ও সাংবাদিক মহিউদ্দিন সোহেল এবং বিশেষ অতিথি হিসেবে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শেরপুর জেলা শাখার সভাপতি আলমগীর আলামিন হারুন উপস্থিত ছিলেন।
মহিউদ্দিন সোহেল বলেন, তথ্যপ্রযুুক্তি খাতে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা নিজেদেরকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে খুব সহজেই উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে পারব। গারো পাহাড়ের পাদদেশে আমাদের তরুণরা স্বপ্ন দেখাচ্ছে। অল্পদিনেই ব্যাপক সাড়া পাওয়া বিডিআইটি জোন আগামীতে আরও ভালো করবে আশা করি।
বিডিআইটি জোনের প্রধান উদ্যোক্তা ইফতেখার হোসেন পাপ্পু বলেন, আমাদের দেশে এখনো আউটসোর্সিং খাতে নিজেদের কর্মসংস্থান তৈরির বেশ সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে মার্কেটিংয়ের মাধ্যমে ঘরে বসে খুব সহজেই আয় করা সম্ভব।
স্বল্প পরিসরে শুরু হওয়া বিডিআইটি জোনের স্বপ্নযাত্রার এক বছরে সকলের ভালোবাসা আর সহযোগিতায় আরও এগিয়ে যাব -এ প্রত্যাশা করেন তিনি।
প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কল টু ব্রিজের উদ্যোক্তা নাজমুল হাসান রাজু। এ ছাড়া বিডিআইটি জোনের মার্কেটিং এক্সিকিউটিভ মেহেদী হাসান সাব্বির, নাঈম ইসলাম, নাঈম সরকার, সাংবাদিক শাকিল মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।
আরএস/আরআইপি