দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কোটাপাড়া ঘাট এলাকা থেকে বুধবার ভোরে পিস্তুল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মো. মিন্নাত আলী জানান, বুধবার ভোর পৌণে ৬টার দিকে ওয়াহেদপুর বিওপির বিজিবি’র একটি টহলদল শিবগঞ্জ উপজেলার কোটাপাড়া ঘাট এলাকার একটি খড়ের গাদার মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।এসএস/এমএস