নড়াইল জেলা কারাগারে বেলাল সরকার (৫০) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। সে জেলার লোহাগড়া উপজেলার ডিগ্রিরচর গ্রামের মৃত আল-আফি সরকারের ছেলে।জেলা কারাগার সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেলাল সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। সকাল ৯টা ৫ মিনিটের দিক হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে জেলা কারাগার কর্তৃপক্ষ দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৯টার দিক তার মৃত্যু হয়।সদর হাসপাতালের আরএমও ডা. আসাদুজ্জামান মুন্সি জাগো নিউজকে জানান, আসামি বেলালকে সকাল ৯টার দিক হাসপাতালে আনা হয় । তখন তার পালর্স খুবই সামান্য ছিল। আমার ধারণা তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণেই মারা গেছেন। তবে মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা জাবে। জেলার একেএএম মাসুম জাগো নিউজকে জানান, সকালে আসামি বেলাল বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিক তাকে নড়াইল হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।হাফিজুল নিলু/এসএস/এমএস