নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিমুল গনি মান্নাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লক্ষীনারায়পুর গ্রামের হাজি নজির আহম্মেদের ছেলে।বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রাম থেকে পুলিশ বিএনপি নেতা মান্নাকে গ্রেফতার করে।তিনি আরো জানান, ২০ দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধ চলাকালে চৌমুহনীতে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে বিএনপি কর্মীরা ভাঙচুর ও পুলিশের উপর হামলা চালায়। এ সময় সংঘর্ষের এক পর্যায়ে দুই যুবক নিহত হন। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় মান্না এজাহারভুক্ত ৮ নং আসামি। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মিজানুর রহমান/এআরএ/আরআইপি