জাতীয়

অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম নষ্ট : অভিযোগ শেখ সেলিমের

অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম নষ্ট : অভিযোগ শেখ সেলিমের

জাতীয় সংসদের অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম নষ্ট বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।বুধবার সংসদের বৈঠকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম দীর্ঘদিন ধরে নষ্ট। হেড ফোন না লাগালে কিছুই শোনা যায় না। অথচ আগে এমনটি ছিল না। আগে সংসদে কে কি বলত আমরা তা শুনতে পেতাম। আপনি কি বলছেন তাও শুনতে পেতাম। কিন্তু এখন কিছুই শোনা যায় না।হুইপদের এ ব্যাপারে একাধিকবার জানানো হলেও কাজ হয়নি বলেও অভিযোগ করেন শেখ ফজলুল করিম সেলিম।পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএস/একে/আরআইপি

Advertisement