জাতীয়

হাতিরঝিলে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

রাজধানীর হাতিরঝিল সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাইয়ুম সরকার (২৭) নামে এক পুলিশ সদস্য গুরুতর জখম হয়েছেন।

শনিবার দিবাগত রাতে হাতিরঝিলের রেড ক্রিসেন্ট সোসাইটির গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় কাইয়ুম সরকারকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছুরিকাঘাতকারীরা ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর জাগো নিউজকে জানান, রাতে তাকে হাতিরঝিলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। তার পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে জানা যায়, তিনি গুলশান চ্যান্সারি পুলিশে (কূটনীতিক পাড়ার নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত) কর্মরত। তার মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর কবলে পড়ে তিনি আহত হয়েছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এআর/এসআর/এমএস