খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শনিবার রাত ২টার দিকে উপজেলার পূজগাং এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
পানছড়ি সাব জোন সূত্রে জানা যায়, চাঁদাবাজি ও নাশকতার উদ্দেশ্যে পুজগাং এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সাব জোনের সেনা জওয়ানরা সেখানে অভিযান চালায়।
নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি ঘরের পাশে জঙ্গলে পড়ে থাকা ব্যাগ থেকে এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/আইআই