খেলাধুলা

স্বপ্ন নিয়ে মেহেরপুর থেকে ঢাকায় সুমি

মানুষের স্বপ্ন থেমে থাকে না। সে তার স্বপ্ন পূরণের জন্য ছুটে চলে অবিরাম। এমনই এক স্বপ্নবাজ কিশোরীর নাম সুমাইয়া আক্তার সুমি। নিজের স্বপ্ন পূরণের জন্য মেহেরপুর জেলা থেকে চলে এসেছেন রাজধানী ঢাকায়। হালকা গড়নের এই তরুণীকে প্রথমবার দেখলেই মনে হবে বেশ আত্মপ্রত্যয়ী। চোখ-মুখে তার দৃঢ়তার ছাপ।

এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমির সঙ্গে দেখা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেন্টারের ডাইনিংয়ে, যেখানে চলছে নারী প্রিমিয়ার লিগের দলবদল। সুমি অপেক্ষা করছিলেন গুলশান ইয়ুথ ক্লাবে নাম লেখানোর। অপেক্ষার ফাঁকে আড্ডা দেন জাগো নিউজের সঙ্গে। জানান তার স্বপ্ন ও পথ চলার গল্প।

সুমি একজন স্পিনার। স্বপ্ন জাতীয় দলে নিজেকে স্থান করে নেয়া। স্বপ্নের কথা বলতে গিয়ে এই তরুণী বলেন, 'আমার সব সময়ই স্বপ্ন জাতীয় দলে খেলার। সেজন্যই সব সময় নিজেকে প্রস্তুত করেছি। তবে জানি না শেষ পর্যন্ত কী হয়।'

জাতীয় দলে খেলা ছাড়াও সুমির আরও একটা স্বপ্ন রয়েছে। পছন্দের ক্রিকেটার সাব্বির রহমানের মতোই মারমুখী ব্যাটসম্যান হতে চান। সে বিষয়ে তিনি বলেন, 'সাব্বির রহমানকে আমার বেশ ভালো লাগে। তার মতোই ব্যাটসম্যান হতে চাই। সেজন্যই নিয়মিত ব্যাটিং অনুশীলনটা করছি।'

এবার প্রথম ঢাকা লিগে খেলতে আসা মেহেরপুরের এই কিশোরী মনে করেন, আরও বেশি অনুশীলনের সুযোগ পেলে বিভিন্ন জেলা থেকে প্রচুর নারী ক্রিকেটার বের হবে। আমাদের জেলা পর্যায়ে তেমন একটা অনুশীলনের সুযোগ থাকে না। হয় না নিয়মিত লিগও। ফলে আমাদের বের হয়ে আসাটা খুব কঠিন। '

মেহেরপুর জেলা ক্রীড়া মাঠে অনুশীলন করা এই আঠারো বছরের কিশোরী জানান, কতটা কঠিন অনুশীলন। তিনি বলেন, 'আমাদের মেহেরপুরে একজন আলাদা নারী দলের কোচ নেই। আমাদের ছেলেদের সঙ্গেই অনুশীলন করতে হয়। বড় ভাইরা যেটুকু দেখিয়ে দেন, সে টুকুই আমরা চেষ্টা করি ঠিকভাবে করতে।'

মনে এমন স্বপ্ন নিয়ে এবারের প্রিমিয়ার লিগে অনেক মেয়েই এসেছেন প্রথমবার। শেষ পর্যন্ত অনেকেরই স্বপ্ন পূরণ হয় না। আবার অনেকেই সফল হয়। তবে বিসিবি আরও একটু সদয় হলে বিভিন্ন জেলা থেকেও বের হতে পারে প্রচুর আন্তর্জাতিক মানের নারী ক্রিকেটার। যারা সাকিব-তামিমের মতোই দেশের নাম উজ্জ্বল করতে পারবেন।

এমএএন/এমআর/আরআইপি