বিসিবির অনুমতি না নিয়ে সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশগ্রহণ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমানকে শোকজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনো নিয়ম ভঙ্গ হলে শাস্তির মুখেও পড়তে পারেন জাতীয় দলের এই খেলোয়াড়।বাংলাদেশ ওয়ানডে দলের অন্যতম সদস্য সাব্বির আহমেদের থাকার কথা বগুড়ায়। বিসিবি হাই-পারফরমেন্স ইউনিটের সাথে। কিন্তু বুধবার গভীর রাতে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেলিব্রেটি ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ খেলেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাঈমুর রহমান এক সাক্ষাৎকারে বলেন, ‘ঘটনাটি আমরা জানতে পেরেছি। ওর কাছে আমরা ব্যাখ্যা জানতে চেয়েছি। সাব্বির আপাতত হাই-পারফরমেন্স দলে আছে, সে বাংলাদেশের ওয়ানডে দলের একজন ক্রিকেটারও। তার অবশ্যই অনুমতি নেওয়া উচিত ছিল।’
Advertisement
এর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে মঙ্গলবার সকালে বগুড়া পৌঁছে রাতেই আবার ঢাকায় ফেরেন সাব্বির। এরপর রাত ৩টা থেকে শুরু হওয়া ৬ ওভারের ম্যাচে খেলেছেন ভোর ৪টায় পর্যন্ত। পরে আবার বগুড়া ফিরেছেন তিনি।এমআর/আরআইপি