ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিন বগি লাইচ্যুতের ঘটনা তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক গাউছ আল মনিরকে প্রধান করে গঠন করা ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধারের কাজ এখনও চলছে। দুপুর তিনটা নাগাদ উদ্ধার কাজ শেষ হতে পারে।
এর আগে সোমবার ভোর পৌনে চারটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার কিছু সময়ের মধ্যেই মৌড়াইল রেলক্রসিংয়ের সামনে ইঞ্জিন ও তিনটি বগিসহ লাইনচ্যুত হয়।
পরে দুর্ঘটনা কবলিত ইঞ্জন ও বগি রেখে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনের বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় তূর্ণা এক্সপ্রেস।
এ দুর্ঘটনায় কোনো হতাহত না হলেও সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল ব্যহত হয়। পরে বিকল্প লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি