পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মাধপুর নামক স্থানে বাস উল্টে মহিলাদল নেত্রী ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। নিহতদের মধ্যে একজনের নাম হামিদা বেগম (৫৫)। তিনি বেড়া উপজেলার আমিনপুর থানার নয়াবাড়ি গ্রামের রেজাউল করিমের স্ত্রী এবং বেড়া উপজেলা মহিলাদলের সেক্রেটারি ও জাতসাখিনী ইউপি সদস্য। নিহত অপর যুবকের নাম পরিচয় জানা যায়নি। আতাইকুলা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজ উদ্দিন বাস দুর্ঘটনায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, অনামিকা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে সিরাজগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে আতাইকুলা থানার মাধপুর বাজারের পাশে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে নিহত নারীর লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। পরে নিহতের স্বামী থানায় এসে নিহত নারী তার স্ত্রী হামিদা বেগমের বলে শনাক্ত করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) কে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।গুরুতর আহতদের মধ্যে তিন জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন-সাঁথিয়া উপজেলা তিরিয়াহাট গ্রামের করিম প্রামানিকের ছেলে আবু বকর প্রামানিক (৬০), আমিনপুর থানার হরিপুর গ্রামের জিনাত প্রামানিকের ছেলে হাশেম প্রামানিক (৪০), আরেকজন অজ্ঞাত।একে জামান/এসএইচএস/পিআর