দেশজুড়ে

আগুনে পুড়ে ছাই ঝুটের গোডাউন-ছাত্রাবাস

সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মতি সাহেবের ঘাট এলাকার ব্যক্তি মালিকানাধীন ছাত্রাবাস ও ঝুট কারখানা আগুনে পুড়ে ছাই হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, রাতে শফিকুলের ঝুটের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন পাশের ছাত্রাবাসে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চিৎকারে নাইট গার্ড আনসার আলীসহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঝুটের গোডাউনসহ পার্শ্ববর্তী একটি তুলার গোডান ও ছাত্রাবাসের দুটি কক্ষ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুন নেভাতে গিয়ে রুবেল নামক একজন অসুস্থ হয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি আছেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম