কুড়িগ্রামে ভাবি হোসনে আরা হত্যাকাণ্ডে জড়িত দেবর মো. মিজানুর রহমান লিটনকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে চিলমারি থানা পুলিশ।
পুলিশের উপ-পরিদর্শক শরীফ উদ্দিন শেখের নেতৃত্বে মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা সদরের দক্ষিণ মুসলিমপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশ।
জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার কুঠিমারি এলাকার মো. এয়াকুব আলীর ছেলে প্রবাসী বড় ভাই জিয়াউর রহমানের স্ত্রী হোসনে আরার (৩০) সঙ্গে পরকীয়ার সর্ম্পক ছিল ছোট ভাই মিজানুর রহমান লিটনের।
আর্থিক লেনদেন নিয়ে দেবর-ভাবির সম্পর্কে বিরোধ হওয়ায় ২০১৬ সালের ২ মে বাড়ির কাছে নদীর পাড়ে ঘুরতে নিয়ে গিয়ে ভাবিকে শ্বাসরোধ করে হত্যা করে লিটন। ঘটনার পর থেকেই হত্যাকারী মো. মিজানুর রহমান লিটন পলাতক ছিলেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, চিলমারি থানার তথ্যের ভিত্তিতে হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/আইআই