মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়ন থেকে ট্রাকভর্তি ২০টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের চরেরগাঁও এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে পুলিশ।
সিরাজদিখান সার্কেল সহকারী পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, সকালে চরেরগাঁও এলাকার স্থানীয়রা ট্রাকভর্তি গরু দেখে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরু গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তিনি আরও জানান, প্রকৃত গরুর মালিকদের খবর দিয়ে হস্তান্তর করা হবে। এদিকে ট্রাকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি