রাজনীতি

মেহেন্দীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

মেহেন্দীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের লস্করপুর এলাকায় ঘরে ঢুকে ইদ্রিস মাঝি (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস মাঝি ওই এলাকার সেকেন্দার মাঝির ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক।নিহতের ফুফাতো ভাই জনি জানান, জমি নিয়ে ইদ্রিস মাঝির সাথে তার মামাতো ভাই ইকবালের বিরোধ চলছিলো। ভোরে মোবাইল ফোন চার্জ দেয়ার কথা বলে ইকবাল ও তার দুই সহযোগী ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ইদ্রিস মাঝিকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মেহেন্দীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারেক হাসান রাসেল জানান, ইদ্রিস মাঝির মাথায়, বাম হাটু ও পায়ে কোপের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল মর্গে পাঠানো হয়েছে।সাইফ আমীন/এসএস/এমএস

Advertisement