নরেন্দ্র মোদির ভারত সফরের ফলে আওয়ামী লীগের সাথে ভারতের কংগ্রেসের সম্পর্কের অবনতি হয়েছে এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ জানে বহির্বিশ্বের সাথে কীভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হয়। এ দেশের স্বার্থ রক্ষা করে বন্ধু প্রতিম রাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সম্পর্ক সব সময় অগ্রগামি ছিল। এখনও আছে। আওয়ামী লীগের সাথে কোনো দলের সম্পর্কের অবনতি হয়েছে সেটা নিয়ে বিএনপির ভাববার কোনো কারণ নেই। শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবি প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বিএনপি এখন রাজনৈতিক ভাবে দেওলিয়া হয়ে গেছে। তাদের নেত্রীর ব্যর্থতার জন্য নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। আল-মামুন সাগর/এমএএস/এমএস