ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে মোহসিন মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। মৃত মোহসিন কুমিল্লার বুড়িচং উপজেলার শফিক মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বিকেলে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় ছাদে থাকা ওই যুবক নামার চেষ্টা করে।
ট্রেনটি চলন্ত অবস্থায় থাকায় ভারসাম্য রক্ষা করতে না পেরে সে ট্রেনের নিচে পড়লে তার হাত কেটে যায়। লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম