জাতীয়

নৌযান ও বাস-ট্রাকের সংখ্যা বাড়ানোর আহ্বান

নৌযান ও বাস-ট্রাকের সংখ্যা বাড়ানোর আহ্বান

ঢাকাসহ বড় শহরগুলোর দুঃসহ যানজট থেকে উত্তরণের জন্য সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করে তাদের ব্যবস্থাপনায় যাত্রী ও পণ্যবাহী নৌযান ও বাস-ট্রাকের সংখ্যা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার রাজধানীতে সংগঠনটির এক অনুষ্ঠানে এ আহবান জানানো হয়।

Advertisement

 

পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী কমিটির আহ্বায়ক আশীষ কুমার দে।

 

Advertisement

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ মনজুরুল আহসান খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. আব্দুর রহীম, বুয়েটের নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. মীর তারেক আলী, মানবাধিকারকর্মী ব্যারিস্টার সাদিয়া আরমান, গণতন্ত্রী পার্টির সভাপতিম-লীর সদস্য নুরুর রহমান সেলিম, সাবেক সাংসদ অ্যাডভোকেট তাসনীম রানা, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এনামুল হক মোল্লা, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি তুসার রেহমান, রিভার ট্রান্সপোর্ট এজেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ আব্দুর রহমান ও কার্গো ভেসেলস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সিদ্দীকুর রহমান।

 

সভার শুরুতে অধ্যাপক ড. আব্দুর রহীমকে সভাপতি ও আশীষ কুমার দে-কে সাধারণ সম্পাদক করে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির ৩১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। এছাড়া ২১ সদস্যের উপদেষ্টামণ্ডলী ও ১৫১ সদস্যের জাতীয় পরিষদের ঘোষণা দেয়া হয়।

 

Advertisement

এসএইচএস